বাজিস-৬ : নওগাঁ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২০টি প্রকল্প বাস্তবায়ন

162

বাজিস-৬
নওগাঁ-২০টি প্রকল্প
নওগাঁ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২০টি প্রকল্প বাস্তবায়ন
নওগাঁ, ২৩ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলায় বর্তমান সরকারের ১০ বছরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্ত্তৃক ১৬৮ কোটি ১ লাখ ৩ হাজার টাকা ব্যয়ে মোট ২০টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। আরও ২৬ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নওগা্’ঁর সহকারী প্রকৌশলী মাহফুজুল আলম বলেছেন চলমান এসব প্রকল্পের গড়ে ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বিগত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
সূত্র মতে ২০০৮-০৯ অর্থ বছরে ৪৭ লক্ষ টাকা ব্যয়ে নওগাঁ সদর হাসপাতালের অভ্যন্তরে ইপিআই স্টোর নির্মাণ সম্পন্ন করা হয়েছে।
২০০৮-০৯ অর্থ বছরে ৪৮ কোটি ৫০লাখ টাকা ব্যয়ে পোরশা সদরের হাসপাতাল ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।
৪৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ২০০৮-০৯ অর্থ বছরে নিয়ামতপুর সদরের হাসপাতাল ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।
২০০৯-১০ অর্থ বছরে ৬১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে রানীনগর উপজেলা সদরের হাসপাতাল ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।
২০০৯-১০ অর্থ বছরে ২ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে মহাদেবপুর উপজেলাধীন উত্তরগ্রাম, মান্দা উপজেলাধীন কসব ও পতœীতলা উপজেলাধীন পতœীতলা এফডব্লিউসি উন্নীতকরন কাজ সম্পন্ন হয়েছে।
২০১১-১২ অর্থ বছরে ১০ লাখ টাকা ব্যয়ে মান্দ উপজেলাধীন প্রসাদপুর ইউনিয়নের বাইবোলন্টা কমিউনিটি ক্লিনিক নির্মাণ সম্পন্ন হয়েছে।
২০১১-১২ অর্থ বছরে ১০ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে মহাদেবপুর উপজেলাধীন উত্তরগ্রাম ইউনিয়নের সুলতানপুর কমিউনিটি ক্লিনিক নির্মাণ ক্জা সম্পন্ন হয়েছে।
২০১১-১২ অর্থ বছরে ১০ লাখ টাকা ব্যয়ে পতœীতলা উপজেলাধীন ঘোষনগর ইউনিয়নের শ্রীপরু কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
১২ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে ২০১২-১৩ অর্থ বছরে নিয়ামতপুর উপজেলাধীন নিয়ামতপুর ইউনিয়নের কানইল কমিউনিটি সেন্টার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
২০১২-১৩ অর্থ বছরে ১২ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে আত্রাই উপজেলাধীন ভোপাড়া ইউনিয়নের বেরাহাস কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে।
১২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ২০১৩-১৪ অর্থ বছরে পতœীতলা উপজেলাধীন পাটিচরা ইউনিয়নের গাহন কমিউনিটি ক্লিনিক নির্মাণ সম্পন্ন হয়েছে।
একই অর্থ বছরে ১১ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে পতœীতলা উপজেলাধীন দিবর ইউনিয়নের নকুচা কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
২০১৩-১৪ অর্থ বছরে ১০ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে পতœীতলা উপজেলাধীন শিহারা ইউনিয়নের হলকান্দর কমিউনিটি ক্লিনিক নির্মাণ সম্পন্ন হয়েছে।
২০১৪-১৫ অর্থ বছরে ১২ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে মহাদেবপুর উপজেলাধীন হাতুর ইউনিয়নের দেওয়ানপুর কমিউনিটি ক্লিনিক নির্মাণ সম্পন্ন হয়েছে।
এ অর্থ বছরেই ১৩ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে মহাদেবপুর উপজেলাধীন হাতুর ইউনিয়নের মির্জাপুর কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
২০১৫-১৬ অর্থ বছরে ৪ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে পতœীতলা উপজেলাধীন মধইল মা ও শিশু কল্যান কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
এই অর্থ বছরেই ৪ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে পতœীতল্ াউপজেলাধীন খিরশিন মা সও শিশু কল্যান কেন্দ্র নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।
২০১৬-১৭ অর্থ বছরে ৭৫ লাখ টাকা ব্যয়ে নিয়ামতপুর উপজেলা পরিবার পরিকল্পনা স্টোর এবং সার্ভিসেস উন্নীতকরণ কাজ সম্পন্ন হয়েছে।
১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ২০১৬-১৭ অর্থ বছরে সাপাহার উপজেলাধীন গোয়ালা, ধামইরহাট উপজেলাধীন আলমপুর এবং পতœীতলা উপজেলাধীন পাটিচড়া এফডব্লিউসি উন্নীতকরণ কাজ সম্পন্ন হয়েছে।
একই অর্থ বছরে ১০ লাখ টাকা ব্যয়ে রানীনগর উপজেলাধীন হরিশপুর কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
অপরদিকে বর্তমান ২০১৭-১৮ অর্থ বছরে চলমান ৭টি প্রকল্প হচ্ছে ২২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে পতœীতল্ াউপজেলায় মেডিক্যাল এ্যাসিষ্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) নির্মাণ কাজ, ৫৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে মান্দা উপজেলা সদরে ইওসি/ওপিডি বিল্ডিং এবং কনফারেন্স রুম নির্মাণ কাজ, ৬০ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে নওগাঁ সদরের বক্তারপুর, মহাদেবপুর উপজেলাধীন ভীমপুর ইউনিয়নের সরস্বতীপুর ও নিয়াতপুর উপজেলাধীন রসুলপুর ইউনিয়নে এফডব্লিউসি উন্নীতকরন কাজ, ১ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে পতœীতলা উপজেলাধীন দিবর ইউনিয়নে এফডব্লিউসি পুনঃনির্মাণ কাজ, ৩০ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে রানীনগর উপজেলাধীন পারইল ইউনিয়নের বোহার কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজ, ২৫ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে রানীনগর উপজেলাধীন কালিগ্রাম ইউনিয়নের ভেটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজ এবং ৩০ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে বদলগাছি উপজেলাধীন বদলগাছি ইউনিয়নের গাবনা কমিউনিটি ক্লিনিক পুনঃনির্মাণ কাজ।
বাসস/সংবাদদাতা/১৪৪৫/মহ/নূসী