বাসস বিদেশ-১ : খাসোগিকে হত্যার ব্যাপারে ‘প্রকৃত সত্য’ প্রকাশ করবেন এরদোগান

198

বাসস বিদেশ-১
সৌদি-তুরস্ক-রাজনীতি
খাসোগিকে হত্যার ব্যাপারে ‘প্রকৃত সত্য’ প্রকাশ করবেন এরদোগান
ইস্তাম্বুল, ২৩ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ব্যাপারে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান মঙ্গলবার ‘প্রকৃত সত্য’ প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আঙ্কারা জানায়, এটি ছিল একটি ‘সুপরিকল্পিত’ হত্যাকান্ড। খবর এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ওয়াশিংটন পোস্টের কলাম লেখকের মৃত্যুর ব্যাপারে দেয়া রিয়াদের ব্যাখ্যায় ‘সন্তুষ্ট নন’ এবং তিনি আরো বলেন, এ হত্যার ঘটনায় ক্ষমতাদর সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ভাবমুর্তি নষ্ট হয়েছে। ট্রাম্পের এমন বক্তব্যের পর এ ব্যাপারে এরদোগান প্রকৃত সত্য প্রকাশ করতে যাচ্ছেন।
সৌদি যুবরাজের কট্টর সমালোচক খাসোগি (৫৯) তার বিয়ে সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন।
এর কয়েকদিন পর তুরস্কের এক সরকারি সূত্র জানায়, ইস্তাম্বুলে পাঠানো একটি বিশেষ দল খাসোগিকে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করেছে। ১৭ অক্টোবর তুরস্কের এক সংবাদপত্রের খবরে বলা হয়, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভিতরে তাকে নির্যাতন করে টুকরো টুকরো করে কেটে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে প্রায় দুই সপ্তাহ নীরব থাকার পর সৌদি আরব শনিবার স্বীকার করে যে কনস্যুলার দপ্তরে তর্কবিতর্কের এক পর্যায়ে মারামারিতে খাসোগি নিহত হয়েছে। আর তাদের এই ব্যাখ্যা শত্রু ও মিত্র সকলেই প্রত্যাখান করেছেন।
রিয়াদের প্রাথমিক ব্যাখ্যার ব্যাপারে ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘খাসোগির নিহত হওয়ার ব্যাপারে দেয়া রিয়াদের এমন ব্যাখ্যা যথেষ্ট নয় এবং আমি এতে সন্তুষ্ট হতে পারিনি। এ ব্যাপারে আমি দ্রুত আরো ব্যাখ্যা আশা করছি।’
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভান মুচিন ইতোমধ্যে রিয়াদে যুবরাজের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এ ব্যাপারে কথা বলেছেন।
হোয়াইট হাউসের উপদেষ্টা ও ট্রাম্পের জামাই জারেড কুশনার বলেন, তিনি যুবরাজ মোহাম্মাদকে এ ব্যাপারে সম্পূর্ণ স্বচ্ছ থাকার আহবান জানিয়েছেন। কেননা, বিষয়টির দিকে সারা বিশ্বের তীক্ষè নজর রয়েছে।
বাসস/এমএজেড/১১১০/এমএবি