ঢাবির ঘ-ইউনিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে আরেকটি কমিটি গঠিত

725

ঢাকা, ২২ অক্টোবর, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ গভীরভাবে তদন্তের জন্য আরো একটি কমিটি গঠন করা হয়েছে।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমেদকে আহ্বায়ক ও প্রক্টর এ কে এম গোলাম রাব্বানিকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের এই কমিটি গঠিত হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, জীব বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো. ইমদাদুল হক, অধ্যাপক অসীম সরকার এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এস এম বাহালুল মজনুন চুন্নু।
প্রশ্ন ফাঁসের অভিযোগ নিবিরভাবে তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান এই কমিটি গঠন করেন।
এরআগে গত ১৩ অক্টোবর ঢাবি কতৃপক্ষ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
প্রক্টর রাব্বানি বাসসকে জানান, তদন্ত কমিটি প্রশ্ন ফাঁসের অভিযোগ আরো গভীরভাবে তদন্ত করবে এবং ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িতদের খুঁজে বের করবে। কমিটি তদন্ত প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে জমা দিবে।
এর আগে বাংলাদেশ ছাত্রলীগর ঢাবি ইউনিটের পক্ষ থেকে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ফল বাতিল অথবা উর্ত্তীর্ণদের জন্য বিশেষ পরীক্ষা নেওয়াসহ চার দফা দাবি জানানো হয়।