বাসস দেশ-২২ : সারাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

334

বাসস দেশ-২২
নিরাপদ-সড়ক
সারাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ঢাকা, ২২ অক্টোবর, ২০১৮ (বাসস) : ‘আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়বো’ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা’র জেলা প্রতিবেদকদের এ সংক্রাস্ত পাঠানো প্রতিবেদনগুলো হলো:
বরগুনা ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই শ্লোগানে বরগুনায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
সোমবার দিনটি উপলক্ষে র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম। দিবসটি উপলক্ষে নিরাপদ সড়কের দাবিতে বরগুনার সদর রোডে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন সহ¯্রাধিক শিক্ষার্থী।
বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্নাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরগুনার জেলা প্রশাসক কবির মাহমুদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, বরগুনা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, জাতীয় মহিলা সংস্থা-বরগুনার চেয়ারম্যান হোসনে আরা চম্পা, সমাজসেবক সুখরঞ্জন শীল, বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু, ট্রাক মালিক সমিতির সভাপতি রইসুল আলম রিপন, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু, জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক ও কলেজ শিক্ষার্থী ইপা রানী। সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মো. মারুফ হোসেন। সভা পরিচালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহম্মেদ।
ঝিনাইদহ: ‘আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়বো’এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নিরাপদ সড়কের দাবিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে সোমবার সকালে শহরের জেলা প্রশাসকের অফিস থেকে র‌্যালিটি বের হয়।
শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, বিআর টিএর সহকারী পরিচালক বিলাস সরকার প্রমুখ।
হবিগঞ্জ: ‘আইন মেনে চলব নিরাপদ সড়ক গড়ব’ শ্লোগান নিয়ে হবিগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও বিআরটি-এর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল এর সভাপতিত্বে ও বিআরটিএর মোটরযান পরিদর্শক শরফুদ্দিন আখঞ্জির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, জেলা স্কাউটস এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, এমদাদুর রহমান বাবুল ও আব্দুল্লা আল মামুন।
খুলনায়: ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ শ্লোগান নিয়ে র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ খুলনায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে আজ দুপুরে খুলনা অফিসার্স ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ, খুলনা সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সিভিল সার্জন এ এস এম আব্দুর রাজ্জাক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস, উপ পুলিশ কমিশনার(ট্রাফিক) মো: সাইফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইউসুফ আলী, বিআরটিএ’র উপপরিচালক মোঃ জিয়াউর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ, জেলা ট্রাক,ট্যাংকলরী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম এবং নিরাপদ সড়ক চাই খুলনার সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব। স্বাগত জানান বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ আবুল বাসার।
কুড়িগ্রামে: ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বিভিণœ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সড়ক ও মহাসড়কের পাশে দাঁড়িয়ে এই দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে একটি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম,
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন, জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যড. আহসান হাবীব নীলু প্রমুখ। পরে চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করার পাশাপাশি জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে নিরাপদ সড়কের জন্য লিফলেট,ফেস্টুন বিতরণ করা হয়।
লক্ষ্মীপুরে: ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো; এ স্লোগানকে সামনে রেখে জেলায় আজ সোমবার জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, সড়ক জনপদ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল কাদের, বিআরটি লক্ষ্মীপুর শাখার সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি কার্তিক সেন গুপ্ত, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার ডা: আরিফুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট : জেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোমবার বেলা ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ। লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুর রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতিক, গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু প্রমুখ বক্তব্য রাখেন।
নড়াইল: ‘আইন মেনে চলবা, নিরাপদ সড়ক গড়ব এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ যশোর সার্কেলের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক প্রমুখ।
বাসস/সংবাদদাতা/২০০৫/মরপা