বাসস বিদেশ-৫ : দ. ও উ. কোরিয়ার মধ্যে সামরিক বৈঠক ২৬ অক্টোবর

144

বাসস বিদেশ-৫
দ.কোরিয়া-উ.কোরিয়া-বৈঠক
দ. ও উ. কোরিয়ার মধ্যে সামরিক বৈঠক ২৬ অক্টোবর
সিউল, ২২ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া এ সপ্তাহের শেষের দিকে সীমান্তবর্তী পানমুনজম গ্রামে জেনারেল পর্যায়ের সামরিক বৈঠক করতে সম্মত হয়েছে। সোমবার সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া এ খবর জানায়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পানমুনজমের তোঙ্গিলগাকে ২৬ অক্টোবর স্থানীয় সময় সকাল ১০ টায় জেনারেল পর্যায়ের এ বৈঠক শুরু হবে।
দুই কোরিয়ার পাঁচ সদস্য বিশিষ্ট সামরিক প্রতিনিধি দল আন্ত:কোরীয় সামরিক চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে গত সেপ্টেম্বরে পিয়ংইয়ং সম্মেলন চলাকালে দুই কোরিয়ার প্রতিরক্ষা প্রধানদ্বয় চুক্তিটি স্বাক্ষর করেছিলেন।
তারা একটি যৌথ সামরিক কমিটি গঠন করার ব্যাপারেও আলোচনা করবেন। এ কমিটি দুই কোরিয়ার মধ্যে সেনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করবেন।
পিয়ংইয়ংয়ের সামরিক চুক্তির আওতায় উভয় পক্ষ কঠোর নিরাপত্তা বিশিষ্ট আন্ত:কোরীয় সীমান্ত বরাবর প্রতিষ্ঠা করা নিরাপদ অঞ্চলে শত্রুতাপূর্ণ যেকোন কর্মকান্ড বন্ধে সম্মত হয়েছে।
বাসস/এমএজেড/১৫৪০/জুনা