বাজিস-১ : জয়পুরহাটের শ্যামপুরে কৃষক মাঠ দিবস

349

বাজিস-১
জয়পুরহাট-মাঠ দিবস
জয়পুরহাটের শ্যামপুরে কৃষক মাঠ দিবস
জয়পুরহাট, ২২ অক্টোবর ২০১৮ (বাসস) : সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) কৃষি উৎপাদন ও কর্মসংস্থান কর্মসূচীর আওতায় খরিপ-২ ২০১৮-২০১৯ মৌসুমে সদর উপজেলার শ্যামপুর গ্রামে সোমবার কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
স্থানিয় কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র বাসস’কে জানায়, সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট, কৃষি উৎপাদন ও কর্মসংস্থান কর্মসূচীর আওতায় শ্যামপুর গ্রামের ২৫ পরিবারের ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণীদের একটি বাড়ি একটি খামারে পরিনত করার জন্য বসতবাড়ির পতিত স্থানের ব্যবহার করে শাক-সবজি, ফল উৎপাদন, উন্নত পদ্ধতিতে হাস-মুরগী, গরু পালন সহ বিভিন্ন আয় বর্ধন মূলক হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। স্থানীয় কৃষক, কৃষাণীদের ৪ মাস ব্যাপী এ প্রশিক্ষণ প্রদান শেষে আয়োজন করা হয় কৃষক মাঠ দিবসের। সেখানে প্রশিক্ষণ প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে বসতবাড়ি বাগান বুথ, হাস-মুরগী পালন বুথ, গরু-ছাগল, মাছ চাষ ও কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহার সম্পর্কে প্রত্যক্ষ ধারনা লাভের জন্য প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। বুথ স্থাপনে সেরা কৃষকদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন স্থানিয় পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিশু আকতার, ইউপি সদস্য দুলাল হোসেন, আমিনুর রহমান, ইনসান আলী প্রমূখ। প্রায় ১৫০ জন কৃষক-কৃষাণী কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/কেইউ/১০২৩/নূসী