সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা নারী উন্নয়নে প্রশংসনীয় অবদান রাখছে : চুমকি

201

ঢাকা, ২১ অক্টোবর, ২০১৮ (বাসস) : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা প্রশংসনীয় ভূমিকা রাখছে।
আজ রাজধানীর নয়া পল্টনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) প্রধান কার্যালয়ের শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে ‘‘এফপিএবি লটারি ২০১৮’’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে পরিবার পরিকল্পনাকে জনপ্রিয় করতে এফপিএবি অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য ও নারী স্বাস্থ্য রক্ষায় এই সংস্থাটি যে কাজ করছে তা অব্যহত রাখতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আরো সহযোগিতা করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফপিএবি’র সভাপতি মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়খ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, নির্বাহী পরিচালক ড. এএফএম মতিউর প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৫ ডিসেম্বর এফপিএবি’র লটারি ড্র অনুষ্ঠিত হবে।