বাসস সংসদ-৪ : ২৩তম অধিবেশন ২৫ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত

150

বাসস সংসদ-৪
কমিটি-কার্যউপদেষ্টা
২৩তম অধিবেশন ২৫ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত
ঢাকা, ২১ অক্টোবর, ২০১৮ (বাসস) : দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোট ৫ কার্যদিবস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত ‘কার্য উপদেষ্টা কমিটি’র ২৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন।
কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মো. ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক সভায় অংশগ্রহণ করেন।
সভায় অধিবেশন প্রতিদিন বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রয়োজনে দিন ও সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার সভায় কার্যপত্র উপস্থাপন করেন।
সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/এমআার/১৮৩৫/বেউ/-আসচৌ