আফগানিস্তানে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ চলছে

174

কাবুল, ২১ অক্টোবর, ২০১৮ (বাসস) : আফগানিস্তানে রোববার দ্বিতীয় দিনে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
শনিবার প্রথমদিনের ভোটচলাকালে ব্যাপক সহিংসতায় অরাজক পরিস্থিতি তৈরি হয়। সরকারি হিসেবে বলা হচ্ছে, প্রায় ৩০ লাখ ভোটার জঙ্গি হামলাকে উপেক্ষা করে দীর্ঘ প্রতীক্ষিত এ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে আসে। খবর এএফপি’র।
দ্য ইন্ডিপেনডেন্ট ইলেকশান কমিশন (আইইসি) বলেছে, রোববার ৪০১টি ভোটকেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
দেশটিতে ২০০১ সালে তালেবানের পরাজয়ের পর এটি তৃতীয় সংসদ নির্বাচন। প্রায় ৯০ লাখ ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।
এদিকে সরকারি হিসেবে বলা হয়েছে, দেশজুড়ে নির্বাচন সংক্রান্ত হামলায় প্রায় ১৭০ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছে। আহত হয়েছে বহুলোক।
জঙ্গি গ্রুপের দাবি তারা শনিবার ‘ভুয়া’ নির্বাচনকে কেন্দ্র করে ৪শরও বেশি হামলা চালিয়েছে।