বাজিস-২ : ডিমলার তিন ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

147

বাজিস-২
নীলফামারী-ইউপি নির্বাচন
ডিমলার তিন ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে
নীলফামারী, ২১ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি, টেপাখড়িবাড়ি ও খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদে আজ রোববার অণুষ্ঠিত হচ্ছে নির্বাচন। ওই তিন ইউনিয়নে সকাল ৮টা থেকে ২৭টি কেন্দ্রে (প্রতিটি ইউনিয়নের নয়টি করে) শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে।
উপজেলার বিলুপ্ত চার ছিটমহল ঘিরে ইউনিয়ন তিনটির সীমানা জটিলতা দেখা দেয়। ২০১৬ সালে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হলেও উচ্চ আদালতে ওই সীমানা জটিলতার মামলায় স্থগিত হয় নির্বাচন। গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক পত্রে ইউনিয়ন পরিষদ তিনটির পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
ছিটমহল বিলুপ্তির পর পর প্রথমবারের মতো ইউপি নির্বাচনে ভোট দিতে পেরে খুশি বিলুপ্ত ছিটমহলের নাগরিকরা। রোববার সকাল থেকে দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তারা।
বিলুপ্ত ছিটমহল নগর জিগাবাড়ি গ্রামের পারুল আক্তার (২৫) ভোট কেন্দ্র থেকে বেড়িয়ে বলেন, ‘জীবনের প্রথম ভোট দিতে পেরে খুব ভালো লাগলো। এখন দেশের একজন শক্তিশালী নাগরিক মনে হচ্ছে নিজেকে।’
একই গ্রামের ভোটার খতেজা বেগম (৫০) বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। আমার বাড়ির ৭ জন ভোটার প্রথমবারের মতো ভোট দিয়েছে।
টেপাখড়িবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিলুপ্ত ছিটমহরের নাগরিক আলতাফ হোসেন।
তিনি বলেন, ‘কষ্টের মধ্যে ছিলাম আমরা। এলা সরকার ভোট দিবার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার অধিকার দিয়েছেন আমাদেরকে খুব ভালো লাগছে।’
ইউনিয়ন তিনটিতে চেয়ারম্যান পদে ১২ জন, ২৭টি সাধারণ সমদস্য পদে ৯০ জন এবং নয়টি সংরক্ষিত নারী সদস্য পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে খগাখড়িবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে সাত জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন রয়েছেন। সেখানে ভোটার সংখ্যা ১৫ হাজার ৬৬৯ জন।
গয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে তিন জন, সাধারণ সদস্য পদে ২৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন। ইউনিয়নের ভোটারসংখ্যা ১৫ হাজার ৬৯০ জন।
টেপাখড়ি ইউনিয়নের ভোটার স্যংখ্যা ১২ হাজার ৬৮১ জন। সেখানে চেয়ারম্যান পদে দুই জন, সাধারণ সদস্য পদে ২৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ছয়জন প্রার্থী রয়েছেন।
বেলা ১টার দিকে দক্ষিণ খড়িবাড়ি প-িতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। এসময় সেখানে ভোট পড়েছে ৫০ ভাগ। ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আমির বোরহান জানান, সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম করে বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে ইউনিয়ন তিনটিতে। টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
তিনি বলেন, উপজেলার অভ্যন্তরে ভারতের চারটি ছিটমল বিলুপ্ত হলে ইউনিয়ন তিনটিতে সীমানা জটিলতার মামলা দায়ের হয় উচ্চ আদালতে। সে মামলার কারণে ২০১৬ সালের ঘোষিত তফসিল স্থগিত হয়েছিল। ওই জটিলতার নিস্পত্তি হওয়ায় নূতন ভাবে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বিলুপ্ত ছিটমহেলের ভোটাররা উৎসাহ সহকারে ভোট প্রদান করছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার নাহিদ হাসান বলেন, ‘শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। আইন-শৃঙ্খলা রক্ষায় তিন ইউনিয়নে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করা হয়েছে। এছাড়া পুলিশ, র‌্যাবের টহল টিম কাজ করছে।
ইউনিয়ন তিনটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করছে।
বাসস/সংবাদদাতা/রশিদ/১৪০০/নূসী