বাজিস-১ : সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক তৈরিতে কাজ করছে স্কাউটিং

303

বাজিস-১
জয়পুরহাট-স্কাউটিং
সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক তৈরিতে কাজ করছে স্কাউটিং
জয়পুরহাট, ২১ অক্টোবর, ২০১৮ (বাসস) : সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক তৈরিতে বিশেষ ভূমিকা পালন করছে স্কাউটিং কার্যক্রম। সে কারণে বর্তমান সরকার সহ শিক্ষা কার্যক্রম হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দু’টি করে স্কাউট দল খোলার নির্দেশনা প্রদান করেছেন। পাঁচবিবি উপজেলা স্কাউটসের কাউন্সিল সভায় এ কথা বলেন, উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আলম।
বাংলাদেশ স্কাউটস, পাঁচবিবি উপজেলার ত্রৈ-বাষিক কাউন্সিল সভা-২০১৮ রোববার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পাঁচবিবি উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আলম কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন। স্কাউটসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী। আলোচনা করেন বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার ও জেলা স্কাউট লিডার শাহাদুল ইসলাম সাজু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা স্কাউট কমিশনার আসাদুজ্জামান প্রমুখ। কাউন্সিল সভায় বিগত বছরের আয়-ব্যয় হিসাব দেয়ার পাশপাশি প্রস্তাবিত বাজেটও উপস্থাপন করেন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী। সবশেষে আগামী ৩ বছরের জন্য পাঁচবিবি উপজেলা স্কাউটসের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়। পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কমিটির সভাপতি থাকবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম হামিদুর রহমান কমিশনার ও সোহরাব হোসেন চৌধুরী সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বাসস/সংবাদদাতা/রশিদ/১০১৫/নূসী