বাসস দেশ-২৪ : রাষ্ট্রের নিরাপত্তায় ডিজিটাল নিরাপত্তা আইন, গণমাধ্যমের জন্য এটি হুমকি নয় : তথ্যমন্ত্রী

316

বাসস দেশ-২৪
ইনু-চুয়াডাঙ্গা
রাষ্ট্রের নিরাপত্তায় ডিজিটাল নিরাপত্তা আইন, গণমাধ্যমের জন্য এটি হুমকি নয় : তথ্যমন্ত্রী
আলমডাঙ্গা, ২০ অক্টোবর, ২০১৮ (বাসস) : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এ আইন গণমাধ্যমের জন্য হুমকি নয় বলেও তিনি মন্তব্য করেন।
জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী ইনু শনিবার বিকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারী হাইস্কুল মাঠে স্থানীয় জাসদের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন।
আলমডাঙ্গা উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সরোয়ারের সভাপতিত্বে এ জনসভায় একাদশ জাতীয় সংসদ নির্বচনে চুয়াডাঙ্গা-১ আসনে জাসদের প্রার্থী হিসাবে এম সবেদ আলির নাম ঘোষণা করে বলেন, তিনি আশা করছেন নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত সব দলই নির্বাচন করবে।
তথ্যমন্ত্রী বলেন, ‘নিবন্ধিত দলের কেউ নির্বাচনে না আসলে তাদের জনগণের কাছে জবাব দিতে হবে।’
এ জনসভায় হাসানুল হক ইনু সরকারের বিভিন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশে যে উন্নয়ন করেছে তা বলে শেষ করা যাবে না।
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার জাসদ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/জেডআরএম/১৯৩০/কেএমকে