বাসস দেশ-১৮ : লিগ্যাল এইড অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যারে তথ্য এন্ট্রি কার্যক্রম ১ নভেম্বর থেকে শুরু

177

বাসস দেশ-১৮
লিগ্যাল এইড-সফটওয়্যার
লিগ্যাল এইড অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যারে তথ্য এন্ট্রি কার্যক্রম ১ নভেম্বর থেকে শুরু
ঢাকা, ২০ অক্টোবর, ২০১৮ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যারে তথ্য এন্ট্রির কার্যক্রম শুরুর জন্য আগামী ১ নভেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. জাফরোল হাছান স্বাক্ষরিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি সংস্থাটির ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।
গত ২ অক্টোবর এই সফটওয়্যারটি উদ্বোধন করেন আইন মন্ত্রী আনিসুল হক। ইতোমধ্যে দেশের সকল জেলার লিগ্যাল এইড অফিসে কর্মরত অফিস সহকারীদের এই সফটওয়্যার পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের অর্থায়নে নির্মিত ‘লিগ্যাল এইড অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার’ বাস্তবায়নে লিগ্যাল এইড অফিসসমূহকে যথাযথভাবে দায়িত্ববান হতে হবে। এর ব্যতিক্রম ঘটলে সংশ্লিষ্ট অফিসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়নে যে কোন সহযোগিতা ও পরামর্শ গ্রহণে সংস্থার সহ-পরিচালক (মনিটরিং)-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বাসস/এএসজি/ডিএ/১৮১৩/এএএ