বাসস ক্রীড়া-১০ : জিম্বাবুয়েই মাসাকাদজার ফেবারিট

163

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বাংলাদেশ-জিম্বাবুয়ে-ওয়ানডে
জিম্বাবুয়েই মাসাকাদজার ফেবারিট
ঢাকা, ২০ অক্টোবর ২০১৮ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে নিজ দলকেই ফেভারিট বলছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। প্রথম ওয়ানডের আগে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের ভালো সুযোগ দেখছেন তিনি।
জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাদজা বলেন, ‘গেল কয়েক বছর ধরে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। তাদের অনেক বেশি উন্নতি হয়েছে। বিশেষভাগে নিজেদের মাটিতে। আমরা তাদের সাথে অনেকগুলো ম্যাচ খেলেছি। তারপরও আমাদের ভালো সুযোগ রয়েছে। তবে যদি ফেভারিটের কথা বলা হয়, তবে বলবো- আমরাই এগিয়ে।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করেন মাসাকাদজা। তিনি বলেন, ‘জিম্বাবুয়ে এখানে অনেকগুলো ম্যাচ খেলেছে। এখানকার কন্ডিশন সর্ম্পকে আমাদের ভালো জানা আছে। যদি অন্যান্য দলের সাথে তুলনা করা হয়, তবে আমি বলবো এখানে সিরিজ জয়ের ভালো সুযোগ রয়েছে আমাদের। আমার মনে হয়, খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ হবে।’
সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে জিম্বাবুয়ে। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় জিম্বাবুয়ে। তাই ঐ সিরিজে দুঃস্মৃতি ভুলে বাংলাদেশকে নিয়ে মনোযোগি হতে চান মাসাকাদজা। তিনি বলেন, ‘সর্বশেষ সিরিজে দক্ষিণ আফ্রিকায় আমরা ভালো করতে পারিনি। কালকের ম্যাচের দিকে আমরা তাকিয়ে রয়েছি। এই সফর থেকে আমরা ভালো কিছু অর্জন করতে চাই। আমরা এখান থেকে উন্নতি করতে চাই। ছেলেরা এই সিরিজেরর দিকে তাকিয়ে আছে। ভাল করতে তারা সত্যিই উন্মুখ হয়ে রয়েছে।’
সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমার না থাকলেও দলে অন্যান্যরা ফিরে আসায় বেশ খুশী মাসাকাদজা। তিনি বলেন, ‘সবাইকে দলে পাওয়াটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। যদিও ইনজুরির কারণে দলে নেই গ্রায়েম ক্রেমার। তারপরও অমরা এই দল নিয়ে ইতিবাচক।ক্রিকেট খেলার চেষ্টা করব।’
বাসস/এএমটি/১৮০৫/মোজা/স্বব