বাজিস-৮ : ডিমলায় কাল ৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন : ভোট দেবে বিলুপ্ত চার ছিটমহলের নতুন নাগরিক

176

বাজিস-৮
ডিমলা-নির্বাচন
ডিমলায় কাল ৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন : ভোট দেবে বিলুপ্ত চার ছিটমহলের নতুন নাগরিক
নীলফামারী, ২০ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি, টেপাখড়িবাড়ি ও খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। ওই তিন ইউনিয়নে ২৭টি কেন্দ্রে (প্রতিটি ইউনিয়নের ৯টি করে) ভোট গ্রহণে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
উপজেলার বিলুপ্ত চার ছিটমহল ঘিরে ইউনিয়ন তিনটির সীমানা জটিলতা দেখা দেয়। ২০১৬ সালে ইউপি নির্বাচনের তফশীল ঘোষণা হলেও উচ্চ আদালতে ওই সীমানা জটিলতার মামলায় স্থগিত হয় নির্বাচন। গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক পত্রে ইউনিয়ন পরিষদ ৩টির পুনরায় নির্বাচনী তফশীল ঘোষণা করেন।
ইউনিয়ন ৩টিতে চেয়ারম্যান পদে ১২ জন, ২৭টি সাধারণ সমদস্য পদে ৯০ জন এবং ৯টি সংরক্ষিত নারী সদস্য পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দী করছেন। এর মধ্যে খগাখড়িবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে সাত জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন রয়েছেন। সেখানে ভোটার সংখ্যা ১৫ হাজার ৬৬৯ জন।
গয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে তিন জন, সাধারণ সদস্য পদে ২৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন। ইউনিয়নের ভোটারসংখ্যা ১৫ হাজার ৬৯০ জন।
টেপাখড়ি ইউনিয়নের ভোটার স্যংখ্যা ১২ হাজার ৬৮১ জন। সেখানে চেয়ারম্যান পদে দুই জন, সাধারণ সদস্য পদে ২৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬ জন প্রার্থী রয়েছেন।
ছিটমহল বিলুপ্তির পর পর ওই ইউপি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে ব্যাপক আগ্রহ ছিল বিলুপ্ত ছিটমহলের নতুন ওই নাগরিকদের। কিন্তু সীমানা জটিলতার মামলা সে সাধ অপূর্ণ থাকে তাদের। এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করে সে সাধ পূরণ করবেন তারা।
বিলুপ্ত ছিটমহল নগর জিগাবাড়ি গামের নাগরিক ফরিদুল ইসলাম (৫৫) বলেন, ‘আমাদের নাগরিকত্বের সাধ মিটলেও মামলার জটিলতায় অপূর্ণ ছিল ভোটাধিকার প্রয়োগের সাধ। দীর্ঘ সময় অপেক্ষার পর আজ সে সাধ পূরণ করতে যাচ্ছি।’
জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম করে বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ৪টি ছিটমল বিলুপ্ত হলে ইউনিয়ন তিনটিতে সীমানা জটিলতার মামলা দায়ের হয় উচ্চ আদালতে। সে মামলার কারণে ২০১৬ সালের ঘোষিত তফশীল স্থগিত হয়েছিল। ওই জটিলতার নিস্পত্তি হওয়ায় নতুন ভাবে তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বিলুপ্ত ছিটমহলের ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। তারা সকলে এবারের নির্বাচনে ভোট প্রদান করতে পারবেন।’
জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন,‘অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ৩ ইউনিয়নে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৭৪০/মরপা