বাসস দেশ-১৬ : ডিবিসিসিআই সভাপতি ফারুক গ্রীসে বাংলাদেশের অনারারী কনসাল জেনারেল নিযুক্ত

161

বাসস দেশ-১৬
ফারুক-কনসাল জেনারেল
ডিবিসিসিআই সভাপতি ফারুক গ্রীসে বাংলাদেশের অনারারী কনসাল জেনারেল নিযুক্ত
ঢাকা, ২০ অক্টোবর, ২০১৮ (বাসস) : ডাচ বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সভাপতি এবং ফারুক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান গ্রীসে বাংলাদেশের অনারারী কনসাল জেনারেল নিযুক্ত হয়েছেন।
আজ ঢাকায় ডিবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক ১৯৮২ সালে ব্যবসা শুরু করেন এবং কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দ্রুত গার্মেন্টস শিল্পে একজন স্বনামখ্যাত ব্যবসায়ী ব্যক্তিত্ব হিসাবে আবির্ভূত হন। বস্ত্র ও আরএমজি সেক্টরের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি টানা দু’মেয়াদে (২০০১-২০০২, ২০০৩-২০০৪) বিজিএমইএ’র নির্বাচিত পরিচালক ছিলেন এবং পরবর্তী দু’মেয়াদে (২০০৯-২০১০, ২০১১-২০১২) এই সংগঠনের সহ-সভাপতি ছিলেন ও বর্তমানে তিনি এর সিনিয়র সহ-সভাপতি।
ডিবিসিসিআই’র সভাপতির দায়িত্ব পালনের আগে ফারুক ফ্রান্স চেম্বারের সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশে জার্মান ও সুইজারল্যান্ড চেম্বারের সঙ্গেও যুক্ত ছিলেন।
ফারুক আরো অনেক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দেশের গার্মেন্টস সেক্টর এবং ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বাসস/পিআর/অনু-জেহক/১৭৪০/মহ/-আসচৌ