বাসস ক্রীড়া-৯ : বাংলাদেশের বিপক্ষে ১ হাজার রান পূর্ণ করা জিম্বাবুয়ের তিনজনই কাল খেলবেন

174

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বাংলাদেশ-জিম্বাবুয়ে-ওয়ানডে
বাংলাদেশের বিপক্ষে ১ হাজার রান পূর্ণ করা জিম্বাবুয়ের তিনজনই কাল খেলবেন
ঢাকা, ২০ অক্টোবর, ২০১৮ (বাসস) : ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে এ পর্যন্ত ১ হাজার রান পূর্ণ করেছেন বিশ্বের পাঁচ জন ব্যাটসম্যান। তাদের মধ্যে তিনজনই জিম্বাবুয়ের। এরা হলেন- ব্রেন্ডন টেইলর, এলটন চিগুম্বুরা ও হ্যামিল্টন মাসাকাদজা। অন্য দু’ব্যাটসম্যান হলেন- শ্রীলংকার কুমার সাঙ্গাকারা ও সনাথ জয়সুরিয়া।
সর্বোচ্চ রান নিয়ে এই তালিকায় সবার উপরে আছেন টেইলর। ৪৭ ম্যাচে ১২২২ রান করেছেন তিনি। দ্বিতীয়স্থানে আছেন সাঙ্গাকারা। ৩১ ম্যাচে ১২০৬ রান করেছেন সাঙ্গা। এরপরের দু’টি স্থান চিগুম্বুরা ও মাসাকাদজার। চিগুম্বুরা ৫৩ ম্যাচে ১১৯৫ ও মাসাকাদজা ৪৯ ম্যাচে ১১৫২ রান করেন। ২২ ম্যাচে ১০৩০ রান নিয়ে এই তালিকায় সবার শেষে আছেন জয়সুরিয়া।
তাই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ১ হাজার রান করা জিম্বাবুয়ের তিন ব্যাটসম্যানই আগামীকাল সিরিজের প্রথম ওয়ানডেতে খেলবেন। কারন টেইলর-চিগুম্বুরা ও মাসাকাদজা, এই তিনজনই জিম্বাবুয়ের দলে রয়েছেন।
বাসস/এএমটি/১৭৩০/স্বব