বাসস ক্রীড়া-৮ : জিম্বাবুয়ের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

165

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-বাংলাদেশ-জিম্বাবুয়ে-ওয়ানডে
জিম্বাবুয়ের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ
ঢাকা, ২০ অক্টোবর ২০১৮ (বাসস) : পরিসংখ্যানে এগিয়ে থেকেই আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে স্বাগতিক বাংলাদেশ। এখন পর্যন্ত ৬৯টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরমধ্যে ৪১ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ২৮ ম্যাচে জয় জিম্বাবুয়ের।
দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এখানেও জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। ২৭ ম্যাচে জিতেছে তারা। ১১টিতে ম্যাচে হার মানে টাইগাররা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামীকাল সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। এ মাঠে ২০ ম্যাচের মধ্যে ১৬টিতেই জয় পায় বাংলাদেশ। ৪টিতে হারের স্বাদ নেয় টাইগাররা। এই ভেন্যুতে ২০০৬ সালে প্রথম মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচটি ৮ উইকেটে জিতেছিলো বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত ১৫টি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৯টি সিরিজ জিতেছে টাইগাররা। ৭টি সিরিজই জিতেছে দেশের মাটিতে। জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের সিরিজ জয় দু’টি।
বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিলো ২০০১ সালে। তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় জিম্বাবুয়ে। এরপর সফরকারী হিসেবে বাংলাদেশের মাটিতে আর কোন সিরিজই জিততে পারেনি জিম্বাবুয়ে।
বাসস/এএমটি/১৭২০/মোজা/স্বব