নিজেদের ঐক্য নিয়ে যারা শংকিত তাদের নিয়ে সরকার বিচলিত নয় : মাহবুব উল আলম হানিফ

340

কুষ্টিয়া, ২০ অক্টোবর, ২০১৮ (বাসস) : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘যারা নিজেরাই নিজেদের ঐক্য নিয়ে শংকিত তাদের নিয়ে সরকার বিন্দুমাত্র বিচলিত নয়। জনবিচ্ছিন্ন এই সব নেতারা নিজেদের ঐক্য টিকে থাকবে কি-না, তা নিয়ে শংকিত।’
শনিবার দুপুরে হানিফ তার নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে বিএনপি ও অন্যান্যদের নিয়ে গড়ে উঠা জাতীয় ঐক্য প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন- বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা।
জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘এই ঐক্য নিয়ে আওয়ামী লীগ ও জনগণের কোন ভাবনা নেই। কারণ এই ঐক্যের মধ্যে কার্যত: বিএনপি এবং জামায়াত তাদেরই সাংগঠনিক ভিত্তি আছে। অন্যদের সারাদেশে বা জেলা পর্যায়ে কোন সাংগঠনিক অবস্থা নেই। কেন্দ্রেও কোন অবস্থান নেই।’
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত যখন গত ১০ বছরের সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে সরকারকে বিব্রত করতে ব্যর্থ হয়েছে। সুতরাং এই জনবিচ্ছিন্ন নেতৃবৃন্দের ঐক্য নিয়ে সরকারকে বিব্রত করতে পারবে বলে মনে করার কিছু নেই। এটা দেশবাসী ও বিএনপি নিজেরাও জানে। যাদের ঐক্য হয়েছে তারা রাজনৈতিক ভাবে চরম হতাশাগ্রস্ত অবস্থায় আছে বলেই তারা অগত্যা এই ঐক্য করেছে।