বাজিস-৫ : নড়াইলে শিক্ষাবৃত্তি প্রদান

197

বাজিস-৫
নড়াইল-শিক্ষাবৃত্তি
নড়াইলে শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইল, ২০ অক্টোবর, ২০১৮ (বাসস) : নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে র‌্যালি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, শিক্ষাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাষ্ট, চালিতাতলা, নড়াইল এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান উদ্বোধন করেন চন্ডিবরপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া।
সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাষ্টের সভাপতি আনোয়ার হোসেন পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক সভাষ দত্ত, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, লোহাগড়া সরকারি কলেজের অধ্যক্ষ (অব) কাজী ইবনে হাসান, বাংলাদেশ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফা, সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক প্রভাস চন্দ্র শীল প্রমুখ। এ সময় ১১ জন গুণী ব্যক্তিকে সম্মাননা ও ৪০ জন কৃতী শিক্ষার্থীকে প্রতি জনকে ৫শ’ টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/রশিদ/১৩৩৫/নূসী