বাসস ক্রীড়া-১ : ইনজুরির কারণে চতুর্থ ওয়ানডেতে খেলছেন না বেয়ারস্টো

176

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-ইনজুরি
ইনজুরির কারণে চতুর্থ ওয়ানডেতে খেলছেন না বেয়ারস্টো
কলম্বো, ২০ অক্টোবর, ২০১৮ (বাসস) : ক্যান্ডিতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে আজ অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডেতে খেলতে পারছেন না ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। অনুশীলনে গোঁড়ালিতে আঘাত পাওয়ায় চতুর্থ ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন বেয়ারস্টো।
শুক্রবার অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে ২৯ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটসম্যানের ডান গোঁড়ালিতে আঘাত লাগে। তার স্থানে এ্যালেক্স হেলসকে আজ মাঠে নামানো হয়েছে।
পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়ে গিয়েছিল।
এর আগে ইনজুরির কারনে ইংল্যান্ডের অলÑরাউন্ডার লিয়াম ডওসন পুরো টুর্নামেন্ট থেকেই বাদ পড়েছেন। গত সপ্তাহে তৃতীয় ওয়াডেতে বোলিংয়ের সময় ডওসনের পিঠের পেশীতে টান পড়ায় তিনি আর খেলতে পারছেন না। তার স্থানে দলভূক্ত হয়েছেন জো ডেনলি।
এদিকে দ্বিতীয় ওয়ানডেতে ৩০ রান করা কুশাল পেরেরা হ্যামস্ট্রিং ইনজুরির কারনে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারছেন না। সাদিরা সামারাবিক্রমাকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
বাসস/নীহা/১৩৩০/স্বব