নদ নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে

207

ঢাকা, ২০ অক্টোবর, ২০১৮ (বাসস) : দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন নদ নদীর ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ২৫টি পয়েন্টের পানি বৃদ্ধি ও ৬২ টির হ্রাস পেয়েছে।
নদ নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৫টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে এবং ২টি পয়েন্টের কোন তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রক্ষ্মপুত্র-যমুনা নদÑনদীসমূহের কয়েকটি পয়েন্টে পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল হয়ে পরবর্তীতে হ্রাস পেতে পারে।
গঙ্গা পদ্মা এবং মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ৪-৫ দিন অব্যাহত থাকতে পারে।
আজ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ দক্ষিণÑপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুস্ক এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে।