বাসস ক্রীড়া-৭ : সংযুক্ত আরব আমিরাতে মাটিতে প্রথম বোলার হিসেবে অনন্য কীর্তি আব্বাসের

298

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-আব্বাস
সংযুক্ত আরব আমিরাতে মাটিতে প্রথম বোলার হিসেবে অনন্য কীর্তি আব্বাসের
আবু ধাবি, ১৯ অক্টোবর, ২০১৮ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের মাটিতে প্রথম বোলার হিসেবে এক টেস্টে ১০ উইকেট শিকারের অনন্য কীর্তি গড়লেন পাকিস্তানের মোহাম্মদ আব্বাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ শেষ হওয়া দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৯৫ রানে ১০ উইকেট শিকার করেন আব্বাস।
এই ইনিংস দিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে প্রথম বোলার হিসেবে ১০ উইকেট শিকারের অনন্য কীর্তি গড়লেন আব্বাস। সেই সাথে এই ভেন্যুতে এটি সেরা ম্যাচ বোলিং ফিগার। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ম্যাচে সেরা বোলিং ফিগার পাকিস্তানের জুনায়েদ খানের। ২০১৩ সালে আবু ধাবিতে শ্রীলংকার বিপক্ষে ১৫১ রানে ৮ উইকেট নিয়েছিলেন জুনায়েদ খান।
বাসস/এএমটি/১৯০৫/স্বব