বাসস ক্রীড়া-৬ : ১২ বছর পর ম্যাচে ১০ উইকেট পাকিস্তানী বোলার আব্বাসের

312

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-আব্বাস
১২ বছর পর ম্যাচে ১০ উইকেট পাকিস্তানী বোলার আব্বাসের
আবু ধাবি, ১৯ অক্টোবর, ২০১৮ (বাসস) : দীর্ঘ ১২ বছর পর পাকিস্তানের প্রথম বোলার হিসেবে এক টেস্টে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়লেন ডান-হাতি পেসার মোহাম্মদ আব্বাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৯৫ রানে ১০ উইকেট শিকার করেন আব্বাস।
এর আগে সর্বশেষ ২০০৬ সালে ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে ৭১ রানে ১১ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের মোহাম্মদ আসিফ। তার আগে পাকিস্তানের হয়ে এক টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন স্পিডস্টার শোয়েব আখতার। ২০০৩ সালে দু’বার এ নজির গড়েন তিনি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানে ১১ ও পেশোয়ারে বাংলাদেশের বিপক্ষে ৮০ রানে ১০ উইকেট নেন আখতার।
বাসস/এএমটি/১৯০৫/স্বব