বাসস দেশ-১০ : দলীয় আদর্শচ্যুত হলে আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না : আমু

145

বাসস দেশ-১০
শিল্পমন্ত্রী-নীতি আদর্শ
দলীয় আদর্শচ্যুত হলে আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না : আমু
ঝালকাঠি, ১৯ অক্টোবর, ২০১৮ (বাসস) : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আওয়ামী লীগের নেতা-কর্মীদের দলের আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেছেন, দলীয় আদর্শচ্যুত হলে আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না।
তিনি আজ শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা সবখানে ছড়িয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, তাতে টানা ৩০ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কথা।
তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খান শাহিন।
বাসস/সংবাদদাতা/এমএএস/১৭৫৭/-আসচৌ