বাজিস-৩ : সুগন্ধা নদী থেকে ১ জেলেকে আটকসহ ২০ হাজার মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ

137

বাজিস-৩
সুগন্ধা-নদী-আটক
সুগন্ধা নদী থেকে ১ জেলেকে আটকসহ ২০ হাজার মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ
ঝালকাঠি, ১৯ অক্টোবর ২০১৮ (বাসস) : জেলার সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় মৎস্য বিভাগ অভিযান চালিয়ে এক জেলেকে আটকসহ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করেছে ।
নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান রুবেল জানান, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুগন্ধা নদীতে অভিযান চালানো সময় আনিসুর রহমান নামের এই জেলেকে আটক করা হয়। এ সময় জাল ফেলে পালিয়ে যায় কয়েকজন জেলে। নদী থেকে ২০ হাজার মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।
দুপরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ আটক জেলেকে ৫০০০ টাকা জরিমানা করেন। জালগুলো নদী তীরে নলছিটি ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৭৫৩/মরপা