পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে পড়লেন গাপটিল

176

অকল্যান্ড, ১৯ অক্টোবর, ২০১৮ (বাসস) : কাফ স্ট্রেইন ইনজুরির কারনে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-২০ সিরিজ থেকে ছিটকে পড়লেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। চলতি সপ্তাহে অকল্যান্ডে প্রথম শ্রেনির ম্যাচ খেলা চলাকালীন ইনজুরিতে পড়েন তিনি। এ ইনজুরির কারণে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে গাপটিলকে।
সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিনটি করে টি-২০, ওয়ানডে ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ৩১ অক্টোবর থেকে শুরু হবে সিরিজ। প্রথমেই টি-২০ সিরিজ। এরপর ৭ নভেম্বর থেকে শুরু হবে ওয়ানডে। ১৬ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
ওয়ানডে ও টি-২০ সিরিজের দলে ছিলেন গাপটিল। ইডেন পার্কে গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ ম্যাচে ৪৯ বলে সেঞ্চুরি করেন তিনি।
গাপটিল খেলতে না পারায় নিউজিল্যান্ড ক্রিকেটের নির্বাচক গ্যাভিন লারসেন। তিনি বলেন, ‘দুভার্গ্যজনকভাবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে খেলতে পারবেন না গাপটিল। ইনজুরি থেকে সুস্থ হতে তার বিশ্রাম প্রয়োজন। আশা করি গ্রীষ্মের পুরো সময় জুড়ে আমরা তাকে ফিট পাবো।’