দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পুনঃনির্বাচিত করুন : ভূমিমন্ত্রী

163

পাবনা, ১৯ অক্টোবর ২০১৮ (বাসস) : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে পুনরায় নির্বাচিত করার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম নিরপেক্ষতা মানে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। রাষ্ট্র সকল ধর্মের বিধানসমূহ শান্তিপূর্ণভাবে পালনে সহায়তা করবে।’
তিনি আজ শুক্রবার পাবনার ঈশ্বরদী ঠাকুরবাড়ি সত্য নারায়ণ বিগ্রহ মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
স্বপন কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, মুক্তিযোদ্ধা চান্না মন্ডল, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘দেশের টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।’
শামসুর রহমান শরীফ বলেন, সারা দেশের মতো সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পাবনার ঈশ্বরদীতে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। তিনি মন্দিরের উন্নয়নের জন্য এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন।
এর আগে ভূমিমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের সৎকার কাজের জন্য একটি শ্মশান ঘাট নির্মাণ করে দেন।