বাসস দেশ-১ : আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

282

বাসস দেশ-১
আবহাওয়া-শুষ্ক
আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে
ঢাকা, ১৯ অক্টোবর, ২০১৮ (বাসস) : আজ রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়।
পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ ভারতে হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা অতিক্রম করে উত্তর বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় রূপে বিস্তৃত রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ২৯ মিনিটে, আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সকল নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে।
বাসস/সবি/এমএবি/১২১০/এমএজেড