হামলার কারণে কান্দাহারের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন হবে না : ম্যাটিস

369

সিঙ্গাপুর, ১৯ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস শুক্রবার বলেছেন, আফগানিস্তানের কান্দাহার প্রদেশে জঙ্গি হামলায় এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছে। তবে এতে সেখানের নিরাপত্তা পরিস্থিতির মৌলিক কোন পরিবর্তন হবে না। খবর এএফপি’র।
তালেবান আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে বৃহস্পতিবার হামলা চালিয়ে সেখানের পুলিশ প্রধান জেনারেল আব্দুল রাজিককে হত্যা করার কথা স্বীকার করেছে।
কান্দাহার নগরীর কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি সরকারি ভবনে তালেবানের ওই হামলায় কমপক্ষে আরো দু’জন মারা যায়। নিরাপত্তা নিয়ে সেখানে উচ্চ পর্যায়ের বৈঠক চলাকালে এ হামলা চালানো হয়।
ওই বৈঠকে মার্কিন ও ন্যাটো বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল স্কট মিলার উপস্থিত থাকলে তিনি প্রাণে বেঁচে যান।