দেশের শান্তি-শৃঙ্খলায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে : কৃষিমন্ত্রী

203

শেরপুর, ১৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী দেশের শান্তি-শৃঙ্খলায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। শান্তি-শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।
বেগম মতিয়া চৌধুরী বুধবার রাত ১০টায় শেরপুরের নকলা শহরের কালীমাতা মন্দিরে পূজা-মন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘জনগণ শান্তিতে থাকতে চায়, তারা নিজেরা বুঝে কোথায় শান্তি মিলে। কাকে ভোট দিলে শান্তি পাবেন, তা তারা বেশ ভালো করেই জানেন ও বুঝেন।’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগ সরকারকে জয়যুক্ত করবেন বলেও তিনি আশা ব্যক্ত করেন।
পরে মন্ত্রী নকলা পূজা মন্ডপের উদ্যোগে আয়োজিত উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।