বাসস ক্রীড়া-৮ : তৃতীয় রাউন্ডের সবগুলো ম্যাচই ড্র

149

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-এনসিএল
তৃতীয় রাউন্ডের সবগুলো ম্যাচই ড্র
ঢাকা, ১৮ অক্টোবর ২০১৮ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগের ২০তম আসরে তৃতীয় রাউন্ডের সবগুলো ম্যাচই ড্র হয়েছে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে ড্র করে খুলনা। প্রথম ইনিংসে ৩০৪ ও দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৩৪ রান করো খুলনা। দ্বিতীয় ইনিংসে খুলনার হয়ে ১০৩ রানের নান্দনিক ইনিংস খেলেন তুষার ইমরান। ফলে ম্যাচ জয়ের জন্য ৩২৪ রানের টার্গেট পায় রংপুর। সেই লক্ষ্যে চতুর্থ ও শেষ দিনে ১ উইকেটে ৯১ রান তোলে রংপুর। প্রথম ইনিংসে ৩১৫ রান করেছিলো রংপুর।
বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে প্রথম স্তরের আরেক ম্যাচে প্রথম ইনিংসে ১৩৩ রান করে বরিশাল। নিজেদের প্রথম ইনিংসে ১৫৫ রানে গুটিয়ে যায় রাজশাহী। এরপর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২২৯ রান করে বরিশাল। ফলে ম্যাচটি ড্র হয়।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে জয়ের জন্য চট্টগ্রাম বিভাগকে ৩০৬ রানের টার্গেট দেয় ঢাকা মেট্রো। চতুর্থ ও শেষ দিনে ৩ উইকেটে ১৫৯ রান করে চট্টগ্রাম। এর আগে ৭ উইকেটে ২৫৪ রান তুলে ইনিংস ঘোষনা করে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে ঢাকা মেট্রো ২৮৭ ও চট্টগ্রাম বিভাগ ২৩৬ রান করে।
দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো সিলেট বিভাগ ও ঢাকা বিভাগ। বৃষ্টির কারনে প্রথম দু’দিন মাঠে নামতে পারেনি সিলেট ও ঢাকা বিভাগের খেলোয়াড়রা।
তৃতীয় দিন টস হেরে প্রথমে ব্যাট হাতে নেমে ২ উইকেটে ২২৯ রান করে সিলেট। ম্যাচের চতুর্থ ও শেষ দিন ৯ উইকেটে সর্বমোট ৩৫৫ রানে ইনিংস ঘোষনা করে সিলেট। দলের পক্ষে রাজিন সালেহ ৯৬ ও জাকির হাসান ৮৮ রান করেন।
এরপর নিজের ইনিংস শুরু করে চতুর্থ ও শেষ দিন পর্যন্ত ৩ উইকেটে ঢাকা ৫৫ রান করলে ম্যাচটি ড্র হয়।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা বিভাগ-রংপুর বিভাগ :
খুলনা বিভাগ : ৩০৪ ও ৩৩৪/৯ডি, ১০০.৪ ওভার (তুষার ১০৩, সৌম্য ৭১, মাহমুদুল ৪/২৯)।
রংপুর বিভাগ : ৩১৫ ও ৯১/১, ২৩ ওভার (জাহিদ ৬৪, মারুফ ১২, আল-আমিন ১/১৮)।
ফল : ড্র।
বরিশাল বিভাগ-রাজশাহী বিভাগ :
বরিশাল বিভাগ : ১৩৩ ও ২২৯/৭, ৭৫ ওভার (নাফীস ১০২, শামসুল ৬২, সাব্বির ৩/১৯)।
রাজশাহী বিভাগ : ১৫৫/১০, ৪৩.৪ ওভার (মুক্তার ৫৯, সাব্বির ৩১, সোহাগ ৩/৪১)।
ফল : ড্র।
ঢাকা মেট্রো-চট্টগ্রাম বিভাগ :
ঢাকা মেট্রো : ২৮৭ ও ২৫৪/৬৭ডি, ৯০ ওভার (সাদমান ৬২, শামসুর ৫২, নাইম ৫/১১৯)।
চট্টগ্রাম বিভাগ : ২৩৬ ও ১৫৯/৩, ৫৪ ওভার (পিনাক ৫৯, মোমিনুল ৩২, সানি ২/৭৭)।
ফল : ড্র।
সিলেট বিভাগ-ঢাকা বিভাগ :
সিলেট বিভাগ : ৩৫৫/৯ডি, ১৩৭.২ ওভার (রাজিন ৯৬, জাকির ৮৮, তাইবুর ৪/৭৮)।
ঢাকা বিভাগ : ৫৫/৩, ২৭ ওভার (সাইফ ২২, মাজিদ ১০, এনামুল ২/৭)।
ফল : ড্র।
বাসস/এএমটি/১৭৪২/স্বব