বাসস দেশ-১৫ : সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে নিরলসভাবে কাজ করছে : প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

126

বাসস দেশ-১৫
রাঁঙ্গা-পূজামন্ডপ-পরিদর্শন
সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে নিরলসভাবে কাজ করছে : প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
রংপুর, ১৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সরকার শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে নিরলসভাবে কাজ করছে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে হিন্দু ধর্মাবলম্বী সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ রংপুর জেলার গংগাচড়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নবনীদাস, বেতগাড়ীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী রাঙ্গাঁ এসব কথা বলেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ স্বল্পোন্নত (এলডিসি) স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। গংগাচড়াসহ রংপুর জেলা আজ উন্নয়ন ও শান্তির রোল মডেল।
তিনি বলেন বর্তমান সরকার রংপুরসহ দেশের পশ্চাৎপদ জনপদগুলোতে বিশেষ বিবেচনায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও অবকাঠামোখাতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এক একটি অবহেলিত অঞ্চল সুখী, সমৃদ্ধ ও আদর্শ অঞ্চলে পরিণত করা সম্ভব।
প্রতিমন্ত্রী সনাতন ধর্মাবলম্বী মানুষকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এরআগে প্রতিমন্ত্রী রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে হাজি কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
বাসস/তবি/এমএন/১৭০০/আরজি