বাসস দেশ-১০ : আইপিইউ এসেম্বলী শেষে জেনেভা থেকে দেশে ফিরলেন স্পিকার

137

বাসস দেশ-১০
স্পিকার-প্রত্যাবর্তন
আইপিইউ এসেম্বলী শেষে জেনেভা থেকে দেশে ফিরলেন স্পিকার
ঢাকা, ১৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৩৯তম ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) এসেম্বলীতে অংশগ্রহণ শেষে আজ দেশে ফিরেছেন।
আইপিইউ ও সুইস পার্লামেন্টের আয়োজনে সুইজারল্যান্ডের জেনেভায় ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এই এসেম্বলী অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে যোগ দিতে গত ১৪ অক্টোবর স্পিকার জেনেভায় যান। সেখানে তিনি ১৭ সদস্যের ব্ংালাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
স্পিকার আইপিইউ এসেম্বলীতে উদ্ভাবন ও প্রযুক্তিগত পরিবর্তনের যুগে শান্তি ও উন্নয়নে সংসদীয় নেতৃত্ব শীর্ষক জেনারেল ডিবেট ও স্টান্ডিং কমিটি অন সাসটেইনেবল ডেভলপমেন্ট, ফিন্যান্স এন্ড ট্রেড শীর্ষক ডিবেটে বক্তৃতা করেন। এসময়ে তিনি আইপিইউ’র জেনারেল সেক্রেটারী মার্টিন চুং গং এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এছাড়াও তিনি সুইজারল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
স্পিকারকে স্বাগত জানাতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন ।
বাসস/সবি/এমআর/১৫৪৫/-এমএবি