বাসস দেশ-৮ : আইয়ুব বাচ্চুর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

145

বাসস দেশ-৮
বাচ্চু-শোক
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক
ঢাকা, ১৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, আইয়ুব বাচ্চু মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির একজন কৃতী সঙ্গীতশিল্পী ছিলেন। তার অকাল মৃত্যুতে জাতি একজন অসাধারণ গুণী সঙ্গীত পরিচালক ও গায়ককে হারালো। তার মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হলো। তার গান যুগে যুগে মানুষকে প্রেরণা যোগাবে।
মন্ত্রী তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বাসস/সবি/এমএসএইচ/১৫০০/-এমএবি