বাসস ক্রীড়া-৩ : লিভারপুল তারকা মানের হাতে সফল অস্ত্রোপচার

186

বাসস ক্রীড়া-৩
ফুটবল-ইনজুরি
লিভারপুল তারকা মানের হাতে সফল অস্ত্রোপচার
লন্ডন, ১৮ অক্টোবর ২০১৮ (বাসস) : সেনেগালের হয়ে খেলতে গিয়ে হাতের ইনজুরিতে পড়েছিলেন লিভারপুল তারকা সাদিও মানে। বুধবার তার হাতে সফল অস্ত্রোপচার হয়েছে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে।
মঙ্গলবার সুদানে আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বে খেলতে গিয়ে মানের বৃদ্ধাঙ্গুলিতে চোট লাগে। এরপরইর ২৬ বছর বয়সী এই তারকা লিভারপুলে ফিরে আসেন। অস্ত্রোপচারের কারনে সপ্তাহের শেষে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
আন্তর্জাতিক বিরতির পর লিভারপুল বস জার্গেন ক্লপ এই তারকা ফরোয়ার্ডকে দলে ফিরে পেতে মুখিয়ে ছিলেন। মানে ছাড়াও দলের অপর দুই তারকা মোহামেদ সালাহ ও নেবি কেইটাও থাইয়ের সমস্যায় ভুগছেন। লিভারপুলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নর্থ-ওয়েস্ট হাসপাতালে মানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ক্লাবের চিকিৎসক দল সার্বক্ষনিক তাকে পর্যবেক্ষন করছেন। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচকে সামনে রেখে আগামী দুই দিন মানেকে পর্যবেক্ষনে রাখা হবে।
লিভারপুলের ইনজুরির তালিকায় আরো আছে ডিফেন্ডার ভার্জিল ভ্যান জিক। যদিও নেদারল্যান্ডের কোচ রোনাল্ড কোম্যান আত্মবিশ^াসের সাথে বলেছেন এই সেন্টার-ব্যাকের পাঁজরের হাড়ের সমস্যা জাতীয় দল কিংবা ক্লাবের উপর কোন প্রভাব ফেলবে না।
বাসস/নীহা/১১১০/স্বব