বাসস ক্রীড়া-২ : প্রধান কোচ কাভসিচকে বরখাস্ত করেছে স্লোভেনিয়া

203

বাসস ক্রীড়া-২
ফুটবল-কোচ
প্রধান কোচ কাভসিচকে বরখাস্ত করেছে স্লোভেনিয়া
স্লোভেনিয়া, ১৮ অক্টোবর ২০১৮ (বাসস) : চলতি বছর সাত ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে স্লোভেনিয়া। জাতীয় দলের এই ব্যর্থতায় শেষ পর্যন্ত চাকুরি হারাতে হলো প্রধান কোচ টমাজ কাভসিচকে।
গত বছর ডিসেম্বরে কাভসিচ জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু তার অধীনে স্লোভেনিয়ার ভাগ্য পরিবর্তন হয়নি। নেশন্স লিগেও লিগ-স এর গ্রুপ-৩’ তলানিতেই রয়েছেন দলটি। মঙ্গলবার সাইপ্রাসের সাথে ঘরের মাঠে নেশন্স লিগে ১-১ গোলে ড্র করার ম্যাচটিও কাভসিচের চাকুরি বাঁচানোর জন্য যথেষ্ঠ ছিলনা।
সম্প্রতী অবশ্য জাতীয় দলের গোলরক্ষক ইয়ানন ওবলাকের সাথে তার সম্পর্কের অবনতির গুজব শোনা গিয়েছিল। যে কারনে ওবলাককে নরওয়ে ও সাইপ্রাসের বিপক্ষে খেলানো হয়নি। কাভসিচের বরখাস্তের পিছনে এই বিষয়টিকে অন্যতম কারন হিসেবে অনেকেই দায়ী করেছেন। কিন্তু ফুটবল এসোসিয়েশন অব স্লোভিনয়ার সভাপতি রাদেনকো মিজাতোভিচ এই বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে সভাপতি বলেছেন, এটা কোন কারনই হতে পারে না। আমরা কোন খেলোয়াড়ের জন্য কোচ পরিবর্তন করতে পারিনা।
আগামী মাসে নরওয়ে ও বুলগেরিয়ার বিপক্ষে নেশন্স লিগের শেষ দুটি ম্যাচের আগেই কাভসিচের উত্তরসূরীর নাম ঘোষনার আশা করছে স্লোভেনিয়া।
বাসস/নীহা/১১০০/স্বব