বাসস দেশ-১ : সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু আর নেই

189

বাসস দেশ-১
সংস্কৃতি-শিল্পী আইয়ুব বাচ্চু
সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু আর নেই
ঢাকা, ১৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : জনপ্রিয় সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু আর নেই (ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রাজিউন)। আজ সকালে শিল্পী রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৫৬ বছর।
শিল্পী আইয়ুব বাচ্চুর গানের দল ‘এলআরবি’এর ম্যানাজার শামীম আহমেদ বাসসকে জানান, আজ সকাল ৯টা ৫৫মিনিটে স্কয়ার হাসপাতালে চিকিৎসক শিল্পীকে মৃত বলে ঘোষণা করেন। শিল্পী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে চিকিৎসক জানিয়েছেন।
শামীম বাসসকে জানান, এর আগে শিল্পীকে তার বাসা থেকে পরিবারের লোকজন অচেতন অবস্থায় স্কয়ার হাসপাতালে নিয়ে আসেন।
শিল্পী আইয়ুব বাচ্চু এক ছেলে,স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাংখী এবং অগণিত ভক্ত রেখে যান। তার মৃত্যু সংবাদ রাজধানীসহ দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
বাসস/এইচএ/১১৫০/এমএবি