বাজিস-১ : জয়পুরহাটে জমে উঠেছে শারদীয় দুর্গোৎসব, কাল বিসর্জন

374

বাজিস-১
জয়পুরহাট-দুর্গোৎসব
জয়পুরহাটে জমে উঠেছে শারদীয় দুর্গোৎসব, কাল বিসর্জন
জয়পুরহাট , ১৮ অক্টোবর, ২০১৮ (বাসস): জেলায় জমে উঠেছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব । পূজা মন্ডপ গুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় । আগামীকাল শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ দুর্গোৎসবের। জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: সামছুল আলম দুদু এমপি বুধবার সন্ধ্যায় জয়পুরহাটের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং খোজ খবর নেন।
বিভিন্ন মন্ডপ ঘুরে দেখা যায়, দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রতিটি মন্ডপে ঢাক-ঢোলক-কাঁসর বাজিয়ে কুমারী পূজা, কলাবউ ¯œান ও আদরিণী উমার সপরিবারে তিথি বিহিত পূজা করা হয়। এ ছাড়াও সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, দেবীকে আসন , বস্ত্র, নৈবেদ্য, ¯œানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধুপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। বুধবার সন্ধ্যায় পূজা মন্ডপ গুলোতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের বারিধারা মহল্লায় নবজাগ্রত সংসদ ও মাদারগঞ্জ এলাকায় আয়োজিত দুর্গোৎসবে মানুষের ঢল বেশি লক্ষ্য করা যায় । মন্ডপ গুলোতে দুর্গাদেবীর মহীস্বাশুর বদ করার কাহিনী তুলে ধরেন ঠাকুররা। আইন শৃংখলা বাহিনীর কড়া নজরদারীর মধ্যে জেলায় এবার ২ শ ৮০ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে দুর্গোৎসব উদযাপনের জন্য সরকারি ভাবে ১৪০ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। পূজা মন্ডপ গুলোতে আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড: হৃষিকেশ সরকার। আজ বৃহষ্পতিবার মহানবমী ও আগামীকাল শুক্রবার বিজয়া দশমী পূজা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ আবেগ-আনন্দঘন পর্ব শারদীয় দুর্গোৎসবের। জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন ও পুলিশ সুপার রশীদুল হাসান মাদারগঞ্জ, বারিধারা, কেন্দ্রীয় বারোয়ারী পূজা মন্ডপ সহ জেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষ আবহমানকাল থেকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ। তাই উৎসব গুলোতে সকল ধর্মের লোকজনের উপস্থিতি সার্বজনীন হয়ে ওঠে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১০২৮/নূসী