বাসস দেশ-১৮ : সিলেটের সম্প্রীতি দেখে মুগ্ধ ভারতীয় সহকারী হাইকমিশনার

182

বাসস দেশ-১৮
কৃষ্ণমূর্তি-সম্প্রীতি
সিলেটের সম্প্রীতি দেখে মুগ্ধ ভারতীয় সহকারী হাইকমিশনার
সিলেট, ১৭ অক্টোবর, ২০১৮ (বাসস) : নগরীর আন্ত:ধর্মীয় সম্প্রীতি দেখে মুগ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি।
তিনি আজ দুপুরে নগরীর মিরাবাজারস্থ বলরাম জিঁউর আখড়া পূজামন্ডপ পরিদর্শনকালে এ অনুভূতির কথা জানান।
এ সময় এল. কৃষ্ণমূর্তি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় দুর্গাপূজা চলছে। আমি আশাবাদী সফলভাবে তা সম্পন্ন হবে।
এ সময় তিনি আইনশৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তার প্রশংসাও করেন।
এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনারের স্ত্রী দুর্গালক্ষ্মী কৃষ্ণমূর্তি, ২য় সেক্রেটারি মি. গিরীশ সি. পূজারী, যমুনা পূজারীল, সার্বজনীন পূজা কমিটির সভাপতি শান্তিপদ দত্ত, সহ সভাপতি নিতিশ রাউত, সাধারণ সম্পাদক নারায়ণ পুরকায়স্থ ফনি, সহ সাধারণ সম্পাদক বিজয় ভূষণ ধর, বলরাম জিঁউর আখড়া কমিটির সভাপতি সুব্রত চক্রবর্তী জুয়েল, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ দে, উপদেষ্টা রাতুলেন্দু দত্ত, শ্রী গোপিকা শ্যাম পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/এমএএস/১৯০৫/কেজিএ