বাসস বিদেশ-৭ : পাকিস্তানে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর

153

বাসস বিদেশ-৭
পাকিস্তান-মৃত্যুদন্ড
পাকিস্তানে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর
লাহোর (পাকিস্তান), ১৭ অক্টোবর, ২০১৮ (বাসস-ডেস্ক) : পাকিস্তানে ৬ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। চলতি বছরের প্রথমদিকে দেশব্যাপী ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে।
টেলিভিশনে প্রচারিত সিসিটিভির ফুটেজে জয়নাব ফাতিমা আমিনের হাত ধরে অচেনা এক ব্যক্তিকে হাঁটতে দেখা যায়, এটি ছিল তার জীবনের শেষ মুহূর্ত।
হত্যা ও ধর্ষণের অভিযোগে ইমরান আলীকে (২৪) আরো চারটি মামলায় মৃত্যুদন্ড দেয়া হয়। এ বছরের জানুয়ারিতে দেশটির পূর্বাঞ্চলীয় কসুর শহরে ওই ঘটনা ঘটে।
ইমরান আলী ওই শহরে শিশুদের হত্যা ও ধর্ষণের ৮টি ঘটনার দায় স্বীকার করেছে। এর মধ্যে ৫ জনকে হত্যা করা হয়।
লাহোর কেন্দ্রীয় কারাগারে ইমরানের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। কারাগারের এক কর্মকর্তা এএফপিকে বলেন, “কারা কর্মকর্তা ও নিহত শিশুটির পিতার উপস্থিতিতে আজ সকালে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়।”
দন্ডিতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে লাহোর হাইকোর্ট জনসম্মুখে ইমরান আলীর ফাঁসির আদেশ কার্যকর করতে জয়নাবের পরিবারের আবেদন মঙ্গলবার খারিজ করে দেয়।
ইমরান আলীর বিরুদ্ধে কসুর শহরে হত্যা ও ধর্ষণের অন্তত ১২টি অভিযোগ আনা হয়। এর মধ্যে ইমরান ৮টির দায় স্বীকার করেছে।
বাসস/অনুবাদ-এমএবি/১৬১০/এমএসআই