বাসস ক্রীড়া-৪ : যুক্তরাষ্ট্র-ইতালি প্রীতি ম্যাচ বেলজিয়ামের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে

184

বাসস ক্রীড়া-৪
ফুটবল-প্রীতি ম্যাচ
যুক্তরাষ্ট্র-ইতালি প্রীতি ম্যাচ বেলজিয়ামের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে
শিকাগো, ১৭ অক্টোবর ২০১৮ (বাসস) : আগামী ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ম্যাচটি বেলজিয়ামের জেঙ্কের লুমিনাস এরিনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে ইউএস সকার ফেডারেশন নিশ্চিত করেছে।
এই ম্যাচ দিয়ে চলতি বছর শেষ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়াই ছিল এ বছর যুক্তরাস্ট্রের ফুটবলের সবচেয়ে হতাশাজনক ঘটনা। ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচটির তারিখ ঘোষনা করা হলেও ভেন্যু নিশ্চিত ছিলনা।
বিশ্বকাপের হতাশা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে যুক্তরাষ্ট্র বছরের শেষ ভাগে বেশ কয়েকটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছে। যার মধ্যে কলম্বিয়া, মেক্সিকো, পেরু ও ব্রাজিল ছিল। ইতালির বিপক্ষে শেষ ম্যাচের পাঁচদিন আগে আগামী ১৫ নভেম্বর তারা ওয়েম্বলিতে ইংল্যান্ডের মোকাবেলা করবে।
অক্টোবরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র জাতীয় দলের জন্য নতুন কোচের নামও ঘোষনা করবে বলে ফেডারেশন সূত্র ইঙ্গিত দিয়েছে। সে কারনেই ইউরোপীয়ান দলগুলোর বিপক্ষে ম্যাচগুলো নতুন কোচের সামনে নতুন চ্যালেঞ্জ নিয়েই আসছে।
বাসস/নীহা/১২৫০/স্বব