বাসস দেশ-৩৭ : বিরোধী ঐক্য প্রক্রিয়া আরেকটি হোচট খেল

600

বাসস দেশ-৩৭
রাজনীতি-বিরোধী জোট-ফাটল
বিরোধী ঐক্য প্রক্রিয়া আরেকটি হোচট খেল
ঢাকা, ১৬ অক্টোবর, ২০১৮ (বাসস) : আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোট গঠনের যে প্রক্রিয়ায় শুরু হয়েছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও বাংলাদেশ ন্যাপ বেরিয়ে যাওয়ার মধ্যদিয়ে সে প্রক্রিয়া আরেকটি হোচট খেয়েছে।
ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপির জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের প্রেক্ষাপটে এই দু’টি দল আজ রাজধানীতে এক যৌথ সংবাদ সম্মেলন করে ২০ দলীয় জোটে না থাকার ঘোষণা দিয়েছে। এর আগে নতুন জোটে যাওয়া হয়নি বিকল্পধারা বাংলাদেশের।
গুলশানের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গণি বলেন, ‘২০ দলীয় জোটের অংশীদারদের অন্ধকারে রেখে ঐক্যফ্রন্টের নামে ১/১১ ও মাইনাস টু-ফর্মুলার কুশীলবদের সঙ্গে গিয়ে বিএনপি তার নৈতিক অবস্থান থেকে সম্পূর্ণ দূরে সরে গেছে।’
ঐক্য প্রক্রিয়ার উদ্যোক্তা সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারাকে বাদ দিয়ে মাত্র তিন দিন আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর আজ এই দু’টি দল ২০ দলীয় জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিল।
বিকল্পধারার মুখপাত্র মাহি বি. চৌধুরী পরবর্তী এই ফ্রন্ট গঠনকে ‘বাংলাদেশ বিরোধী-যড়যন্ত্র বই কিছু নয়’ বলে বণর্না করেছেন।
এ প্রসঙ্গে তিনি বিশেষভাবে বিএনপির গুরুত্বপূর্ণ জোট সঙ্গী জামায়াতে ইসলামীকে নতুন ফ্রন্টের মেনে নেয়ার কথা উল্লেখ করেন।
বাসস/এআর/জেহক/২২৩০/রশিদ/-এবিএইচ