বাজিস-১২ : দিনাজপুর পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলা খনিতে নতুন কূপ খনন

339

বাজিস-১২
দিনাজপুর-কূপ-খনন
দিনাজপুর পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলা খনিতে নতুন কূপ খনন
দিনাজপুর, ১৬ অক্টোবর ২০১৮ (বাসস) : দিনাজপুর পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলা খনিতে নতুন কূপ খননের কাজ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মধ্যপাড়া কঠিন শিলা খনিতে নতুন কূপ খননের কাজের উদ্বোধন করেন প্রকল্প পরিচালক মোঃ ওবায়দুল্ল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের ডিজিএম (এডমিন) মোঃ রেজানুল হক শাহ, খনির ম্যানেজার (একাউন্স) মোঃ জাকির হোসেন, এজিএম মোঃ রাশেদুল ইসলামসহ মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
নতুন কূপ খননের কাজে অংশ নেন বাংলাদেশের মজুমদার এন্টারপ্রাইজের ডিজিএম আবু হেনা মোস্তফা কামাল, জনটিবয়েট কোম্পানীর সিনিয়র ভূতত্ত্ববিদ মিঃ ডিডি, ভারতীয় মহেশ্বরী মাইনিং প্রাইভেট কোম্পানী লিঃ এর বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার অরুন কুমার দাস, এস মন্ডল।
প্রকল্প পরিচালক মোঃ ওবায়দুল্ল্যাহ জানান, ১ বছরের মধ্যে সমীক্ষার কাজ শেষ হলে প্রতিবেদন জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সমীক্ষার উপর নির্ভর করবে প্রকল্পটি বাস্তবায়নের কাজ।
বাসস/ সংবাদদাতা/২০৫০মরপা