স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বাহিনীর জন্য এয়ার উইং চালুর সুপারিশ

183

ঢাকা, ১৬ অক্টোবর, ২০১৮ (বাসস) : স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বাহিনীর জন্য একটি এয়ার উইং চালু করার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি টিপু মুনসি এমপি’র সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এই সুপারিশ করা হয়।
কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আবুল কালাম আজাদ, ফখরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী সভায় অংশগ্রহণ করেন।
সভায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের সুনাম ও ভাবমূর্তি বৃদ্ধি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়।
সভায় ঢাকা শহরের যানজট সমস্যার কারণ ও প্রতিকারের উপায় অনুসন্ধান করে গঠিত ২নং সাব-কমিটির প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদফতরের প্রধান এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।