বাসস ক্রীড়া-৩ : টানা দ্বিতীয়বারের মত র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করলেন হালেপ

131

বাসস ক্রীড়া-৩
টেনিস-র‌্যাঙ্কিং
টানা দ্বিতীয়বারের মত র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করলেন হালেপ
প্যারিস, ১৬ অক্টোবর ২০১৮ (বাসস) : টানা দ্বিতীয়বারের মত ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করেছেন রুমানিয়ান তারকা সিমোনা হালেপ।
২০১৮ সালে তিনি টানা ৪০ সপ্তাহ নাম্বার ওয়ান পজিশনে ছিলেন। এই বছর তিনি ৬টি ট্যুর ফাইনালে খেলে তিনটি শিরোপা জয় করেছেন। ৪৬-১১ জয়-পরাজয়ের ব্যবধান বছর শেষে যেকোন খেলোয়াড়ের কাছে গর্বের বিষয়। শেনজেন ওপেন, রজার্স কাপ ও প্রথমবারের মত রোলা গ্যাঁরোতে শিরোপা জয় করে হালেপ নিজের যোগ্যতার আরো একবার প্রমান দিয়েছেন। একইসাথে তিনি অস্ট্রেলিয়ান ওপেন, রোম ও সিনসিনাতিতে ফাইনালে খেলার যোগ্যতা দেখিয়েছেন।
এ সম্পর্কে হালেপ বলেছেন, ‘গত বছর র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করাটা ছিল আমার জন্য দারুন মর্যাদার। আর এবার আবারো তা করতে পেরে সত্যিই দারুন লাগছে। বিশেষ করে এ বছর আমি ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিততে পেরেছি। অন্যান্য শীর্ষ সারির খেলোয়াড়দের নামের পাশে শীর্ষ অবস্থানে নিজের নামটা দেখতে পেরে আমি দারুন গর্বিত।’
ডব্লিউটিএ র‌্যাঙ্কিং :
১. সিমোনা হালেপ (রুমানিয়া) ৭৪২১ রেটিং পয়েন্ট
২. ক্যারোলিন ওজনিয়াকি (ডেনমার্ক) ৬৪৬১
৩. এ্যাঞ্জেলিক কারবার (জার্মানী) ৫৪০০
৪. নাওমি ওসাকা (জাপান) ৪৭৪০
৫. ক্যারোলিনা প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র) ৪৪৬৫
৬. এলিনা সেভিতোলিনা (ইউক্রেন) ৪৩৫০
৭. পেট্রা কেভিতোভা (চেক প্রজাতন্ত্র) ৪২৫৫
৮. স্লোয়ানে স্টিফেন্স (যুক্তরাষ্ট্র) ৪০২২
৯. জুলিয়া জর্জেস (জার্মানী) ৩৭৮৫
১০. কিকি বার্টান্স (নেদারল্যান্ড) ৩৭৪০
বাসস/নীহা/১৪১০/স্বব