বাসস দেশ-২১ : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

158

বাসস দেশ-২১
দুর্ঘটনা-নিহত
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
ঢাকা, ১৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিন জন নিহত হয়েছেন।
রোববার রাতে ও আজ সোমবার ভোরে রাজধানীর বনানী ও মিরপুর রূপনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- মো: আব্দুল রাজ্জাক (৪৬) ও তার বন্ধু জাহিদুর রহমান দুদু (৪২)।
বনানী ও রূপনগর থানা পুলিশ নিহতদের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন আলম আজ বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ভোরে বনানী বিমানবন্দর সড়কের আর্মি স্টেডিয়ামের সামনে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরনে ছিল জিন্স ও চেক শার্ট। নিহতের বয়স আনুমানিক ২৭ বছর। তার পরিচয় জানা যায়নি।
এদিকে, রূপনগর থানার এসআই মো. আজিজুল হক বাসসকে জানান, রোববার দিবাগত রাতে গোড়ান চটবাড়ী পানি উন্নয়ন বোর্ডের সামনে আব্দুল রাজ্জাক ও জাহিদুর রহমান দুদু মোটরসাইকেলে করে সাভার থেকে মিরপুরের দিকে যাচিছলেন। এসময় অপর একটি গাড়ির ধাক্কায় তারা দুইজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বনানী ও রূপনগর থানায় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮৪৫/-শহক