বাজিস-১৩ : পূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকবে

128

বাজিস-১৩
বুড়িমারী -স্থলবন্দর
পূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকবে
লালমনিরহাট, ১৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ৫দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানি কারক অ্যাসোসিয়েশনের আহবায়ক রুহুল আমিন বাবুল জানান, দুই দেশের ব্যবসায়ীদের সম্মতিতে ১৫ অক্টোবর সোমবার থেকে ১৯ অক্টোবর শুক্রবার বাংলাদেশের বুড়িমারী ও ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সকল ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়ত স্বাভাবিক থাকবে।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার খায়রুল বাশার জানান, উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তের ভিত্তিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকছে।তবে ইমিগ্রেশনে যাত্রীদের যাতায়ত স্বাভাবিক থাকবে। ২০ অক্টোবর শনিবার থেকে যথারীতি চালু থাকবে বন্দরের সব ধরনে কার্যক্রম।
বাসস/সংবাদদাতা/১৮১০/মরপা