বাজিস-১২ : মুন্সীগঞ্জের মেঘনায় মা ইলিশ ও কারেন্ট জাল জব্দ

130

বাজিস-১২
মুন্সীগঞ্জ-জব্দ
মুন্সীগঞ্জের মেঘনায় মা ইলিশ ও কারেন্ট জাল জব্দ
মুন্সীগঞ্জ, ১৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলার গজারিয়া উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় মা ইলিশ ধরার দায়ে ৬ জেলেকেও আটক করা হয়।
সোমবার সকালে জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন গজারিয়ার কাজিপুড়া গ্রামের মৃত আহসান উল্লাহর ছেলে শাহিন (৩৫), গজারিয়ার ইসমানিক চরের ইদ্রিসের ছেলে বুলু (৩০), গজারিয়ার বাটি বলাকির মো: মনিরের ছেলে মো: লিটন খান (৪৫), রিকাবি বাজারের পূর্বপাড়ার মো: রবিন (২২), চর জাপটার রেনুমিয়ার ছেলে তোফাজ্জল (৪০), উত্তর চরমুশুরার হালিমের ছেলে মো: ওমর (২২)। পরে ভ্রাম্যমাণ আদালত আটক ৬ জেলেকে ১৫ দিন করে জেল দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির জাহান বলেন, জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং স্থানীয় মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৮০৫/মরপা