বাসস দেশ-১৫ : মহাসমাবেশ সফল করার আহবান রওশন এরশাদের

115

বাসস দেশ-১৫
রওশন-যৌথ সভা
মহাসমাবেশ সফল করার আহবান রওশন এরশাদের
ঢাকা, ১৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির কো- চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ২০ অক্টোবর জাতীয় পার্টির মহাসমাবেশকে সফল করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
আজ সকালে রাজধানীর গুলশান ১ সার্কেলের ইমানুয়েলস কনভেনশন সেন্টারের মিলনায়তনে জাতীয় পার্টি মহানগর উত্তরের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আগামী নির্বাচনে তারা লাঙ্গলকেই দেখতে চায়। দেশের মানুষ জানে উন্নয়ন, উৎপাদন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য জাতীয় পার্টির কোন বিকল্প নেই।
মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টির প্রতি দেশের মানুষের আস্থা আছে, তাই নির্বাচনের আগে তাদের সেই বিশ^াসকে সুদৃঢ় করতে হবে।
জিএম কাদের বলেন, জাতীয় পার্টি তিনশো আসনেই নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিয়েছে।
এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টিই এখন দেশের মানুষের শেষ আশ্রয়স্থল।
যৌথ সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি প্রমুখ।
বাসস/সবি/এমএআর/১৮০০/কেএমকে